kalerkantho

বুধবার। ৬ মাঘ ১৪২৭। ২০ জানুয়ারি ২০২১। ৬ জমাদিউস সানি ১৪৪২

সাবেক সাংসদ আবুল হাসেমকে রাষ্ট্রপতির সহায়তা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

৫ ডিসেম্বর, ২০২০ ২১:৫২ | পড়া যাবে ২ মিনিটেসাবেক সাংসদ আবুল হাসেমকে রাষ্ট্রপতির সহায়তা

ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য আবুল হাসেমকে আর্থিক সহায়তা দিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

আজ শনিবার সকালে উপজেলার গফরগাঁও গ্রামের বাড়িতে মহামান্য রাষ্ট্রপতির পক্ষে তার ভাই বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল মো. আব্দুল হক এক লাখ টাকার চেক অসুস্থ সাবেক সংসদ সদস্য আবুল হাসেমের হাতে তুলে দেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল আব্দুল হকের সহধর্মিনী আবেদা আক্তার জাহান, ময়মনসিংহ স্থানীয় সরকার বিভাগে ডিডিএলজি একেএম গালিব খান, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায়, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ অনুকুল সরকার, ময়মনসিংহ জনতা ব্যাংক লিমিটেডের ডিজিএম একেএম কামরুজ্জামান, কৃষিবিধ ডক্টর খুরশেদ আলম সাগর, স্থানীয় ইউপি চেয়ারম্যান শামছুল আলম খোকন প্রমুখ।

পরে বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল মো. আব্দুল হক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের পিতা সাবেক সংসদ সদস্য মরহুম আলতাফ হোসেন গোলন্দাজের গফরগাঁও নতুন বাজারস্থ্য কবর জিয়ারত ও পাঁচুয়া জব্বার নগর ভাষা শহীদ আব্দুল জব্বার স্মৃতি যাদুঘর পরিদর্শণ করেন।

প্রসঙ্গত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য আবুল হাসেম দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত অসুস্থতায় ভোগছেন। এর পূর্বে তিনি সরকারি উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন।

মন্তব্যসাতদিনের সেরা