রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের উপনির্বাচন আগামী ১০ ডিসেম্বর। নির্বাচনকে সামনে রেখে আজ শনিবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মোস্তফা মুন্সী (নৌকা প্রতীক)। লিখিত ওই ইশতেহারে শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবার উন্নয়ন, নদী ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক নির্মূল, বেকারত্ব দূর করতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, শারীরিক ও মানসিক বিকাশে সুস্থ ক্রীড়া ও সাংস্কৃতিচর্চা, দুর্গম চরাঞ্চলে সকল প্রকার নাগরিক সুযোগ-সুবিধা সৃষ্টি, দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া ঘাটকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করার পাশাপাশি গোয়ালন্দ উপজেলা এলাকার সার্বিক উন্নয়নে বিভিন্ন কর্মপরিকল্পনার কথা বলা হয়।
স্থানীয় মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. শহিদুল ইসলাম খাঁন, সহসভাপতি গোলজার হোসেন মৃধা, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বিপ্লব ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ফকীর, সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন রনি, সহ-দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সালাউদ্দিন মাহমুদ রেজা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম ছালু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. হিরু মৃধা, গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা প্রমূখ।
উল্লেখ্য, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচন আগামী ১০ অক্টোবর। সেখানে মোট পাঁচজন পদপ্রার্থী হয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মোস্তফা মুন্সী (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী মাহবুব আলম (ধানের শীষ)। অপর তিন স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহবুবুর রাব্বানী (আনারস), মো. আরিফুজ্জামান (ঘোড়া) ও সুলতান শেখ (মোটরসাইকেল)।
মন্তব্য