kalerkantho

মঙ্গলবার। ৫ মাঘ ১৪২৭। ১৯ জানুয়ারি ২০২১। ৫ জমাদিউস সানি ১৪৪২

করোনা প্রতিরোধে শরীয়তপুরে সচেতনতামূলক সাইকেল র‌্যালি

শরীয়তপুর প্রতিনিধি   

৫ ডিসেম্বর, ২০২০ ১৮:৫৪ | পড়া যাবে ১ মিনিটেকরোনা প্রতিরোধে শরীয়তপুরে সচেতনতামূলক সাইকেল র‌্যালি

করোনাকালীন বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরিধান বিষয়ে সচেতনতামুলক সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা স্কাউটস এর সহযোগিতায় এই সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় শরীয়তপুর জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের নেতৃত্বে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউটস শিক্ষার্থীসহ সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিদের অংশগ্রহণে শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি সাইকেল র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সামাজিক দূরত্ব বজায় ও বাধ্যতামুলক মাস্ক পরিধানসহ করোনাভাইরাসের লক্ষণ, সংক্রমণের ঝুঁকি রোধে করণীয় বিষয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. পারভেজ হাসান, পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, এসডিএস এর নির্বাহী পরিচালক মজিবুর রহমান মাদবর প্রমুখ। এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত সকলের মাঝে মাস্ক ও স্বাস্থ্যসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। 

মন্তব্যসাতদিনের সেরা