kalerkantho

রবিবার । ১০ মাঘ ১৪২৭। ২৪ জানুয়ারি ২০২১। ১০ জমাদিউস সানি ১৪৪২

শুভসংঘের সহযোগিতায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অসহায় এক মা

মাদারীপুর প্রতিনিধি   

৫ ডিসেম্বর, ২০২০ ১৮:১৫ | পড়া যাবে ২ মিনিটেশুভসংঘের সহযোগিতায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অসহায় এক মা

শুভসংঘ মাদারীপুর শাখার উদ্যোগে ও নকশি কাথার সহযোগিতায় নুরজাহান বেগম নামে একজন অসহায় মা মুখে টিউমার অপারেশনের পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

মাদারীপুর সদর উপজেলার হাজির হাওলা গ্রামের মৃত আনোয়ার হোসেন চৌকদারের স্ত্রী নুরজাহান বেগমের মুখে দীর্ঘদিন ধরে টিউমার নিয়ে নানা যন্ত্রণায় ভুগছিলেন। ঠিকমতো খাওয়া দাওয়া ও কথা বলতে পারতেন না। টাকার অভাবে তিনি অপারেশন করাতে পারছিলেন না। পরে শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশীর কাছে ছুটে আসেন। তিনি ফেসবুকে স্ট্যাস্টাস দিলে অনেকেই এগিয়ে আসেন।

এতে শুভসংঘের সাংগঠিক সম্পাদক মো. জাহিদ খানের সাথে যোগাযোগ করেন সমাজসেবক জয় খান ও আছমত আলী খান সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ সোহেল-উজ্জামান। ঐ অসহায় মাকে জয় খানের আর্থিক সহযোগিতা এবং ডা. মোহাম্মদ সোহেল-উজ্জামানের বিনা টাকায় অপারেশনসহ যাবতীয় চিকিৎসাসেবা দেন।

অসহায় মা সুস্থ হয়ে শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে বাড়ি ফেরার সময় উপস্থিত ছিলেন শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশী, শুভসংঘ মাদারীপুর শাখার উপদেষ্টা সাংবাদিক এসএম আরাফাত হাসান, সমাজসেবক সৈয়দ ইফতেখার হোসেন মিঠু, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ খান, মো. হানিফ, সোহেল, ইউসুফ, মনোজ প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা