চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে শুক্রবার বিনামূল্য মাস্ক বিতরণ করা হয়েছে। পতেঙ্গা বিচ এলাকার ৬টি বুথে ৫০০০ মাস্ক বিতরণ করেন তারা।
জানা গেছে, বিকাল ৪টায় পতেঙ্গা বিচ এলাকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং কমিউনিটি পুলিশিং কমিটি, চট্টগ্রাম মহানগরের যৌথ উদ্যেগে করোনার প্রকোপ নিরসনে পর্যটকদের মাস্ক পরিধানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছয়টি বুথে ৫০০০ মাস্ক বিতরণ করা হয়। অফিসার ইনচার্জ, পতেঙ্গা মডেল থানা মোহাম্মদ জোবাইর সৈয়দ এর সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপুলিশ কমিশনার (বন্দর) মিলন মাহমুদ, বিপিএম (বার), বিশেষ অতিথি অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সদস্য সচিব, কমিউনিটি পুলিশিং কমিটি, চট্টগ্রাম মহানগর, এডিসি (বন্দর) অলোক বিশ্বাস, এসি (কর্ণফুলী) ইয়াছির আরাফাত,
জসীম উদ্দীন চৌধুরী, সভাপতি, কমিউনিটি পুলিশিং কমিটি, পতেঙ্গা মডেল থানা।
মন্তব্য