কুমিল্লার মুরাদনগরে সেচ্ছায় রক্তদান সংগঠন 'বন্ধন' ৪০০ জন অসহায় রোগীকে রক্তদান করেছে। এই উপলক্ষে বন্ধনের সঙ্গে কালের কণ্ঠ শুভসংঘ মুরাদনগর শাখার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার মুরাদনগর কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে এ আলোচনা সভা হয়।
সংগঠনের সহ-সভাপতি হাসনাত জামানের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সভাপতি সাইফুল ইসলাম। সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ সাদেকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, কালের কণ্ঠ শুভসংঘের সভাপতি নাজিম উদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক ড. মনিরুজ্জামান, প্রভাষক দ্বীন দয়াল পাল, প্রভাষক আজিজুর রহমান রনি, প্রদর্শক সোহেল রানা, বন্দনের উদ্যোক্তা মমিন সরকার, আরিফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সাদেকুল ইসলাম বলেন, বন্ধনের সকল সদস্য মানবিকতার পরিচয় দিয়েছে। তাদেরকে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষে এগিয়ে আসতে হবে।
মন্তব্য