নরসিংদীর রায়পুরায় এগারোসিন্ধুর ট্রেনে কাটা পড়ে মো. নজরুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার মির্জানগর ইউনিয়নের হাঁটুভাঙা রেলক্রসিং পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল শিবপুর উপজেলার খৈনকুড় এলাকার মৃত মোগল মিয়ার ছেলে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শাহ আলম জানান, সকালে ওই বৃদ্ধ হাঁটুভাঙা রেলক্রসিং পাড় হচ্ছিলেন। এ সময় কিশোরগঞ্জগামী এগারোসিন্ধুর ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। তিনি আরো বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য