চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপব্রেকিং ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার বারআউলিয়া সাগর উপকূলে অবস্থিত এম.এ শীপব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক মো. মাহফুজ (২৮) সন্দ্বীপ উপজেলার কাছিয়াপাড়া গ্রামের আবু হানিফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বারআউলিয়ায় অবস্থিত এম.এ শিপব্রেকিং ইয়ার্ডের স্ক্র্যাপ জাহাজে কাজ করার সময় পড়ে গিয়ে মাহফুজ গুরুতর আহত হন। এ সময় ইয়ার্ড কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে চমেকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চমেক থেকে এই শিপইয়ার্ড শ্রমিকের মৃত্যুর কথা সীতাকুণ্ড থানায় জানানো হয়েছে।
মন্তব্য