গাজীপুরের কালীগঞ্জে গাড়ির ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার মুনসেফপুর এলাকার তরবআলী খন্দকারের ছেলে নুরুল ইসলাম (৪০) ও একই এলাকার মাইনুল ইসলাম (৩২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে কালীগঞ্জ বাইপাস সড়কের বাঘারপাড়া এলাকায় ঘোড়াশালগামী অটোরিকশাটিকে টঙ্গীগামী অজ্ঞাত একটি গাড়ি চাপা দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। পরে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করে পুলিশে খবর দিলে কালীগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুল কুদ্দুস ও মোয়াজ্জেম হোসেন ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
মন্তব্য