প্রতীকী ছবি।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির (৪২) ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের চেহারা ক্ষত-বিক্ষত করে দিয়েছে দুর্বৃত্তরা। ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ জনোরেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান জানান, বুধবার রাতের কোনো এক সময় অজ্ঞাত নামা দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠিয়েছে। এছাড়া লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
মন্তব্য