বাগেরহাটের শরণখোলায় ফুস ফুস ক্যান্সারে আক্রান্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হক নজরুলের চিকিৎসায় আর্থিক সাহায্য প্রদান করেছে কালের কণ্ঠ শুভসংঘের বন্ধুরা।
আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে শরণখোলা প্রেস ক্লাব চত্বরে আনুষ্ঠানিকভাবে অসুস্থ শিক্ষকের বন্ধু এনামুল কবির হিরনের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়।
এ সময় শুভসংঘের উপজেলা শাখার সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ মুক্তা, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান তালুকদার, কালের কণ্ঠের প্রতিনিধি মহিদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক বদরুজ্জামান মিরন, প্রচার ও প্রকাশনা সম্পাদক বায়েজিদ হোসেন ফকির, কোষাধ্যক্ষ সাকের ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক সুমন হাসান, নির্বাহী সদস্য সোনিয়া আক্তার, মো. শামীম হাছান, আ. রাজ্জাক রাসেল প্রমূখ উপস্থিত ছিলেন।
মন্তব্য