kalerkantho

সোমবার । ১৬ ফাল্গুন ১৪২৭। ১ মার্চ ২০২১। ১৬ রজব ১৪৪২

এমপি সাহাদারা মান্নান করোনায় আক্রান্ত, হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক   

৩ ডিসেম্বর, ২০২০ ০৯:৪৩ | পড়া যাবে ১ মিনিটেএমপি সাহাদারা মান্নান করোনায় আক্রান্ত, হাসপাতালে ভর্তি

এমপি সাহাদারা মান্নান। ছবি: সংগৃহীত

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য সাহাদারা মান্নান এমপি করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন।

সাহাদারা মান্নান চার দিন ধরে সর্দি, জ্বর ও কাশিতে ভুগছিলেন। মঙ্গলবার (১ ডিসেম্বর) তিনি সংসদ ভবনে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরে তাঁর রিপোর্ট পজিটিভ শনাক্ত হয়।

চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলে তিনি বুধবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হন।

এদিকে সংসদ সদস্যের করোনায় আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে তাঁর রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা