kalerkantho

রবিবার। ৩ মাঘ ১৪২৭। ১৭ জানুয়ারি ২০২১। ৩ জমাদিউস সানি ১৪৪২

লন্ডনের সড়কে বাংলাদেশি যুবকের মৃত্যু

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি   

২ ডিসেম্বর, ২০২০ ২০:৪৩ | পড়া যাবে ১ মিনিটেলন্ডনের সড়কে বাংলাদেশি যুবকের মৃত্যু

তৈয়বুর রহমান

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় তৈয়বুর রহমান (৪৪) নামে সিলেটের বিশ্বনাথের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর আড়াইটায় (লন্ডন সময়) লন্ডনের কেন্ট শহরের টুনব্রিজ ওয়েলস-ক্রোবরো সড়কে ঘটনাটি ঘটে। নিহত তৈয়বুর বিশ্বনাথ পৌর শহরের পশ্চিম মন্ডলকাপন গ্রামের মৃত আবদুল আলীর ছেলে।

নিহত তৈয়বুরের লন্ডনের প্রতিবেশী দিলোয়ার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে তৈয়বুর রহমান নিজের কার চালিয়ে টুনব্রিজ ওয়েলসে ফিরছিলেন। এ সময় টুনব্রিজ ওয়েলস ও ক্রোবরো সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে তার প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

তৈয়বুর রহমানের ছোটভাই মুজিবুর রহমান জানান, মঙ্গলবার রাতে আমরা খবর পেয়েছি ভাই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। 

নিহতের চাচাতো ভাই ও বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী জাহান বলেন, তৈয়বুর রহমানের মরদেহ দেশে না আসার সম্ভাবনাই বেশি। তাকে লন্ডনেই সমাহিত করা হতে পারে।

মন্তব্যসাতদিনের সেরা