kalerkantho

শনিবার । ৯ মাঘ ১৪২৭। ২৩ জানুয়ারি ২০২১। ৯ জমাদিউস সানি ১৪৪২

ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি   

১ ডিসেম্বর, ২০২০ ২২:১১ | পড়া যাবে ১ মিনিটেছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জের ইসলামপুরে জমিসংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের কোদালের আঘাতে আহত বড়ভাই কৃঞ্চ কান্ত সিংহ (৫৫) মৃত্যু হয়েছে। সোমবার রাতে সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। ঘটনার পর থেকে ছোট ভাই সপরিবারে পলাতক। ঘটনাটি বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে কালাবিল গ্রামে ঘটে। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রামবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ছোট ভাই লাল মোহন সিংহ সাথে জমিজমা বিষয়ে বিরোধ চলছিল বড় ভাই কৃঞ্চ কান্ত সিংহের। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের জমিতে সবজি ক্ষেত পরির্চচার জমিতে গেলে কৃঞ্চ কান্ত সিংহকে কোদাল দিয়ে মাথায় আঘাত করে ছোট ভাই লাল মোহন সিংহ।

নিহতের মেয়ে রুমা সিনহা বলেন, আমার বাবাকে চাচা পরিকল্পিতভাবে হত্যা করেছেন। আমি হত্যাকারীর বিচার চাই।

স্থানীয় ইউপি সদস্য লিয়াকত আলী বলেন, জমি সংক্রান্ত বিরোধে এ ঘটনা ঘটেছে। নিহতের লাশ কাস্ট করা হয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে নিহতের মেয়ে বাদী হয়ে মামলা করেছেন।

মন্তব্যসাতদিনের সেরা