kalerkantho

বৃহস্পতিবার । ১৪ মাঘ ১৪২৭। ২৮ জানুয়ারি ২০২১। ১৪ জমাদিউস সানি ১৪৪২

রাস্তা থেকে তুলে নিয়ে মাদরাসাছাত্রীকে রাতভর ধর্ষণ!

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

১ ডিসেম্বর, ২০২০ ১৯:৫৮ | পড়া যাবে ১ মিনিটেরাস্তা থেকে তুলে নিয়ে মাদরাসাছাত্রীকে রাতভর ধর্ষণ!

ময়মনসিংহের নান্দাইলে নানাবাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসাছাত্রী। এ ঘটনায় সোমবার রাতে নান্দাইল থানায় মামলা হয়েছে। মঙ্গলবার ধর্ষণের শিকার মাদরাসাছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ধর্ষণের শিকার ছাত্রীর বাড়ি নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নে। ওই ইউনিয়নের অন্য একটি গ্রামে তার নানাবাড়ি। গত ২৭ নভেম্বর সকালে ওই গ্রামে বেড়াতে আসে সে। এ সময় পথ আটকিয়ে সেখান থেকে তুলে নিয়ে যায় ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমড়াশাসন গ্রামের বিল্লার হোসেনের ছেলে আকাশ মিয়া (২০)। পরে তাকে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে রাতভর ধর্ষণ করে আকাশ। ওই ছাত্রীর পরিবার ঘটনা অবহিত হয়েও গ্রাম্য সালিসে বিচারের আশ্বাসে থানায় যেতে পারেনি। গতকাল সোমবার ধর্ষণের শিকার ছাত্রীটির বাবা মেয়েকে নিয়ে থানায় এসে মামলা দায়ের করেন।

নান্দাইল থানার উপপরিদর্শক মো. ফজিকুল ইসলাম জানান, মামলা হওয়ার পর অভিযুক্তকে আটকের চেষ্টা করা হচ্ছে।

মন্তব্যসাতদিনের সেরা