kalerkantho

বৃহস্পতিবার । ১৪ মাঘ ১৪২৭। ২৮ জানুয়ারি ২০২১। ১৪ জমাদিউস সানি ১৪৪২

ঈশ্বরগঞ্জে শুভসংঘের উদ্যোগে মাস্ক বিতরণ

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

১ ডিসেম্বর, ২০২০ ১৯:২৫ | পড়া যাবে ১ মিনিটেঈশ্বরগঞ্জে শুভসংঘের উদ্যোগে মাস্ক বিতরণ

'শুভ কাজে সবার পাশে'- এই স্লোগানের অংশ হিসেবে দৈনিক কালের কণ্ঠ শুভসংঘ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ শাখার উদ্যোগে দেশে চলমান করোনাভাইরাস প্রতিরোধে জনগণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। দ্বিতীয় ধাপে করোনার বিস্তার রুখতে এই মাস্ক বিতরণ কর্মসূচি।

সম্প্রতি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয় এই কার্যক্রম। জেলা প্রশাসন ময়মনসিংহের উদ্যোগে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনও একই দিনে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে মাস্ক বিতরণ করে। ঈশ্বরগঞ্জ শুভসংঘের সদস্যরা ব্যানার হাতে নিয়ে শোভাযাত্রা বের করে উপজেলা সদরে আসা মাস্কবিহীন জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করে।

এ সময় তারা অনেকের মুখে নিজেরাই মাস্ক পরিয়ে দেন। মাস্ক বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাসুদ আল-নোমান, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ তারেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল, সদস্য সাঈম রহমান, রহিমা বেগম, হোজাইফা খাতুন, সুমাইয়া, মারিয়া প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা