kalerkantho

রবিবার। ৩ মাঘ ১৪২৭। ১৭ জানুয়ারি ২০২১। ৩ জমাদিউস সানি ১৪৪২

৩০ কেজির বাঘাইর, লাখ টাকা দাম...?

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

১ ডিসেম্বর, ২০২০ ১৮:৫৯ | পড়া যাবে ১ মিনিটে৩০ কেজির বাঘাইর, লাখ টাকা দাম...?

ময়মনসিংহের নান্দাইল পৌর বাজারে উঠেছে ৩০ কেজি ওজনের বাঘাইর মাছ। মাছটির দাম হাঁকা হয়েছে এক লাখ টাকা। মঙ্গলবার বিকেলে একটি চৌকির ওপর মাছটি রেখে বিক্রির জন্য হাঁকডাক করতে দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, মাছটি এক নজর দেখতে উৎসুক জনতা ভিড় জমিয়েছেন। হঠাৎ এতো বড় মাছ দেখে অনেকেই মাছটির সামনে গিয়ে সেলফি তুলছেন। মাছটি হাওড় এলাকা থেকে কিনে এনেছে নান্দাইল চৌরাস্তার জনৈক আড়তদার।

বিক্রেতা মোস্তুফা জানান, মাছটি এখানে আনার পর ক্রেতার চেয়ে উৎসুক মানুষ বেশী ভিড় করছেন। ৬০ হাজার টাকা পর্যন্ত দাম উঠেছে। তবে এখনো বিক্রি করিনি। আর কিছু দাম উঠলেই বিক্রি করবেন বলে জানান। মাছটি কেজি হিসেবে বিক্রির জন্য চাপ দিচ্ছেন অনেকেই। উপযুক্ত দামে কেনার মতো কোনো ক্রেতা পাওয়া না গেলে তাঁরা তখনি কেজি হিসেবে বিক্রি করবেন।

মন্তব্যসাতদিনের সেরা