kalerkantho

বৃহস্পতিবার । ১৪ মাঘ ১৪২৭। ২৮ জানুয়ারি ২০২১। ১৪ জমাদিউস সানি ১৪৪২

ঘিওরে বাসচাপায় পথচারী নিহত

আঞ্চলিক প্রতিনিধি, মানিকগঞ্জ    

১ ডিসেম্বর, ২০২০ ১৪:৫৬ | পড়া যাবে ১ মিনিটেঘিওরে বাসচাপায় পথচারী নিহত

মানিকগঞ্জের ঘিওরে বাসচাপায় আবু সাঈদ (১৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় পাটুরিয়াগামী সাকুরা পরিবহনের বাসচাপায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাঈদ ঘিওর উপজেলার শোলধরা গ্রামের কোরবান আলীর ছেলে।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাসুদেব সিনহা বলেন, দুপুরে ঘিওর উপজেলার পুখুরিয়া বাজার এলাকার দোকান কর্মচারী সাঈদ পাটুরিয়াগামী একটি বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে ঘাতক বাসটি আটক করা হলেও বাসের চালক পালিয়ে যায়। এ ঘটনায় একটি মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

মন্তব্যসাতদিনের সেরা