kalerkantho

রবিবার। ৩ মাঘ ১৪২৭। ১৭ জানুয়ারি ২০২১। ৩ জমাদিউস সানি ১৪৪২

যুগ্ম কমিশনারের বরখাস্তের দাবিতে বেনাপোলে ২য় দিনের মতো কলম বিরতি

বেনাপোল প্রতিনিধি   

১ ডিসেম্বর, ২০২০ ১২:৪৩ | পড়া যাবে ১ মিনিটেযুগ্ম কমিশনারের বরখাস্তের দাবিতে বেনাপোলে ২য় দিনের মতো কলম বিরতি

রাজস্ব ও সহকারী রাজস্ব কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহার, অকথ্য ভাষায় গালিগালাজসহ শারীরিকভাবে লাঞ্চিত করায় ঢাকার পানগাঁও কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার মো. লুৎফুল কবিরকে অবিলম্বে অব্যাহতি প্রদান ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো কলম বিরতি পালন করেছে খুলনা, যশোর, বেনাপোল কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন (খুকাএভ) বেনাপোলের কর্মকর্তারা। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ কলম বিরতি পালন করেন তারা। ফলে এসময় কাস্টমস ও বন্দরের শুল্কায়নসহ সকল কার্যক্রম বন্ধ ছিল। গতকাল সোমবারও তারা একই দাবিতে বেনাপোল কাস্টমস হাউজের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। 

খুকাএভ এর বেনাপোলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসনে জানান, পানগাঁও কাস্টমসের যুগ্ম কমিশনার মো. লুৎফুল কবিরের অব্যাহতিসহ দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান তিনি। এ সময় খুকাএভের বেনাপোলের রাজস্ব অফিসার নঈম মিরস, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, সাইফুর রহমান মামুনসহ সকল কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন। 

মন্তব্যসাতদিনের সেরা