kalerkantho

বৃহস্পতিবার । ১৪ মাঘ ১৪২৭। ২৮ জানুয়ারি ২০২১। ১৪ জমাদিউস সানি ১৪৪২

বাড়ির পুকুরে হাত-মুখ ধুতে গিয়ে লাশ হলেন যুবক!

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি   

১ ডিসেম্বর, ২০২০ ১২:১০ | পড়া যাবে ১ মিনিটেবাড়ির পুকুরে হাত-মুখ ধুতে গিয়ে লাশ হলেন যুবক!

প্রতীকী ছবি

চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে ওমর ফারুক (৩২) নামের এক যুবক মারা গেছেন। আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে হাজীগঞ্জ পৌরসভাধীন ৭ নং ওয়ার্ড টোরাগড় গ্রামের দক্ষিণ পাড়া মরহুম কাশেম কাউন্সিলরের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক ওই বাড়ির আব্দুর রশিদের চতুর্থ ছেলে।

নিহত যুবকের পারিবারিক সূত্রে জানা গেছে, এদিন সকালে বাড়ির পুকুর ঘাটে হাতমুখ ধুতে গিয়ে ফেরেননি ফারুক। তিনি ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়। এরপর পরিবার ও বাড়ির লোকজন পুকুরের পানিতে নেমে ওমর ফারুককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ধারণা করা হচ্ছে, হাত-মুখ ধুতে গিয়ে পুকুরের পানিতে তলিয়ে যান।  

হাতপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। তবে নিহত ফারুক শিশুকাল থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলেন, পরিবারের লোকজন জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আহমেদ তানভীর হাসান বলেন, ওমর ফারুককে আমরা হাসপাতালে মৃত অবস্থায় পেয়েছি। 

মন্তব্যসাতদিনের সেরা