kalerkantho

মঙ্গলবার। ৫ মাঘ ১৪২৭। ১৯ জানুয়ারি ২০২১। ৫ জমাদিউস সানি ১৪৪২

ব্রাহ্মণবাড়িয়ায় ভাতিজার হাতে চাচা খুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   

১ ডিসেম্বর, ২০২০ ০৫:১৬ | পড়া যাবে ১ মিনিটেব্রাহ্মণবাড়িয়ায় ভাতিজার হাতে চাচা খুন

ব্রাহ্মণবাড়িয়ার পূর্ব মেড্ডা এলাকায় সোমবার রাতে ভাতিজার হাতে আব্দুল মালেক (৮০) নামে চাচা খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ অভিযুক্ত মনিরসহ তার স্ত্রীকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নামাজ শেষে বাড়ি ফেরার পথে ভাতিজা মনির মিয়া লোকজন নিয়ে অতর্কিত হামলা করেন আব্দুল মালেকের ওপর। পরিবারের লোকজন ছুটে এসে আব্দুল মালেককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক নাজমুল হক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে শরিফ অভিযোগ করেন, প্রায় তিন বছর আগে চাচাতো ভাই মনিরের কাছ থেকে ব্যবসার জন্য সুদে এক লাখ টাকা নেন। প্রতি মাসে সুদও দিচ্ছিলেন। মঙ্গলবার দুই মাসের সুদ একসঙ্গে দেওয়ার কথা। 

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অভিযুক্ত বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

মন্তব্যসাতদিনের সেরা