দৈনিক কালের কণ্ঠে সংবাদ প্রকাশের পর পুলিশ কনস্টেবল কামাল হোসেনকে পুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে। গত (২৯ নভেম্বর) কালের কণ্ঠ অনলাইনে 'ঘুষ ছাড়া মিলছে না পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট!' -এ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।
সংবাদটি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে তাকে পুলিশ লাইনসে ক্লোজড করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ওসি শেখ নাজিমউদ্দিন।
প্রসঙ্গত নিয়মানুযায়ী ৫০০ টাকার ব্যাংক চালান দিয়ে যে কেউ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার কথা থাকলেও ছাতক থানায় হচ্ছিল এর উল্টো। এখানে ব্যাংক চালান ছাড়াও ক্লিয়ারেন্স-প্রতি দুই থেকে চার হাজার টাকা ঘুষ দিয়ে নিতে হচ্ছে এ সেবা। ছাতক থানার মুনশী কামাল হোসেনের নেতৃত্বেই এসব ঘুষের টাকা আদায় করা হয় বলে অভিযোগ উঠেছিল। অবশেষে সংবাদ প্রকাশের পর তাকে সুনামগঞ্জ পুলিশ লাইনসে ক্লোজড করা হয়।
মন্তব্য