kalerkantho

রবিবার । ১০ মাঘ ১৪২৭। ২৪ জানুয়ারি ২০২১। ১০ জমাদিউস সানি ১৪৪২

নোয়াখালীতে অটোরিকশা চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী   

৩০ নভেম্বর, ২০২০ ১০:৪২ | পড়া যাবে ১ মিনিটেনোয়াখালীতে অটোরিকশা চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

প্রতীকী ছবি।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় চতুর্থ শ্রেণীর পড়ুয়া এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে বিকেলে বাড়ীর সামনের রাস্তায় খেলার সময় অটোরিকশায় চাপা পড়ে সে।

নিহত স্কুল ছাত্রের নাম জাহিদুল হাসান সিয়াস(১০)। সে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইয়াকুব আলী গনরের বাড়ীর আবু তাহের খোকনের ছেলে এবং স্থানীয় শান্তিরহাট প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহিম জানান, বাড়ির সামনের খেলা অবস্থায় দ্রুত গতির ব্যাটারি চালিত অটোরিকশা তাকে চাপা দিলে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। আহত অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে জেলা সদরের একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসারর জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

সোমবার সকাল ৯টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা