রংপুরের পীরগাছায় চালককে অজ্ঞান করে অটোরিকশা হাতিয়ে নেওয়ার ঘটনায় অজ্ঞান পার্টির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক এক আসামির বাড়ি থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। আজ রবিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, উপজেলার বড় হায়াত খা গ্রামের আইয়ুব আলীর ছেলে নুর আলম (৩৬) ও দিনাজপুরের বিরামপুর উপজেলার বলরামপুর গ্রামের তফিজ উদ্দিনের ছেলে বেলাল হোসেন (৩০)।
পুলিশ জানায়, উপজেলার তাম্বুলপুর ইউনিয়নে সুজা মিয়া নামের এক চালককে অজ্ঞান করে একটি অটোরিকশা হাতিয়ে নেওয়া হয়। এ ঘটনায় পীরগাছা থানায় একটি মামলা দায়ের হলে রবিবার পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেলাল ও নুর আলমকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরেক পলাতক আসামি উপজেলার হাসনা গ্রামের শফিকুল ইসলামের বাড়ি থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয়।
পীরগাছা থানার উপপরিদর্শক হুমায়ুন কবির (এসআই) বলেন, হাতিয়ে নেওয়া অটো রিকশাটি উদ্ধারের পাশাপাশি অজ্ঞান পার্টির দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের রবিবার বিকালে জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য