প্রতীকী ছবি
বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে ডুবে যাওয়ার ৭ ঘণ্টা পর পূজা কর্মকার (৮) নামের এক কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে লামা পৌরসভার লামামুখ এলাকায় মাতামুহুরী নদীতে গোসল করতে নামলে শিশুটি পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়। রাত ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। সে একই এলাকার বাসিন্দা বিমল কর্মকারের মেয়ে।
নিহত পূজা কর্মকারের পারিবারিক সূত্র জানায়, শনিবার দুপুরে মাতামুহুরী নদীতে পরিবারের অন্যদের সঙ্গে গোসল করতে গিয়ে সে নদীর পানিতে ডুব দিয়ে আর উঠে নাই। আত্মীয়-স্বজন অনেক খুঁজেও পূজাকে জীবিত অথবা মৃত উদ্ধার করতে না পেরে থানায় অবহিত করেন।
খবর পেয়ে লামা থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম ঘটনাস্থলে গিয়ে অনেক খোঁজাখুঁজির পরও কোনো হদীস না পেয়ে ডুবুরি দলকে খবর দেয়। পরবর্তীতে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল আসলে রাত ৮টার দিকে শিশু পূজা কর্মকারের লাশ উদ্ধার করা হয়।
লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্সের স্টেশন অফিসার মো. সাফায়াত হেসেন পূজা কর্মকারের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য