চরফ্যাশন সরকারি কলেজ ইতিহাস বিভাগের প্রভাষক মনির আহমেদ শুভ্রকে বিদায় সংবর্ধনা জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় চরফ্যাশন সরকারি কলেজ শিক্ষক পরিষদ ও কর্মকর্তা-কর্মচারী পরিষদের আয়োজনে কলেজ হলরুমে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
শুভ্র চরফ্যাশন উপজেলার দুলারহাট নীলিমা জ্যাকব ডিগ্রি কলেজের অধ্যক্ষ পদে যোগদান করেন। নিলীমা জ্যাকব ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ মনির আহমেদ শুভ্রকে আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষ হিসাবে বরণ করে নেন।
সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ কায়ছর আহমেদ দুলাল। এ ছাড়াও শিক্ষক পরিষদ সাধারণ সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান, উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুজ্জামান, অধ্যাপক মাহবুব, কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীগণসহ নীলিমা জ্যাকব কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য