বগুড়ার শাজাহানপুরে চাঁদা আদায়ের অভিযোগে ইউনুস আলী (৫৫) নামে কমিউনিটি পুলিশিং এর এক আঞ্চলিক কমিটির সভাপতিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।এ ঘটনায় মামলা দায়েরের পর শনিবার বিকেলে গ্রেপ্তারকৃত ইউনুস আলীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত ইউনুস আলী শাজাহানপুর উপজেলার অন্তর্গত বগুড়া পৌরসভার ২১নম্বর ওয়ার্ডের বেজোড়া দক্ষিনপাড়া কমিউনিটি পুলিশিং এর আঞ্চলিক কমিটির সভাপতি। তিনি উপজেলার রানীরহাট এলাকার ইভা চিকিৎসালয় নামের এক ফার্মেসির মালিক ও পল্লীচিকিৎসক।
পুলিশ সূত্রে জানা গেছে, ইউনুস আলী কমিউনিটি পুলিশিং এর নামে চাঁদা আদায়ের রশিদ ছাপিয়ে তিনি বিভিন্ন জনের কাছ থেকে চাঁদা আদায় করতেন। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দীন জানান, কমিউনিটি পুলিশিং এর নামে চাঁদা আদায়ের রশিদ ছাপিয়ে ইউনুস আলী বিভিন্ন জনের কাছ থেকে চাঁদা আদায় করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য