kalerkantho

মঙ্গলবার। ৫ মাঘ ১৪২৭। ১৯ জানুয়ারি ২০২১। ৫ জমাদিউস সানি ১৪৪২

দরিদ্র কন্যার বিয়েতে শুভসংঘের সহায়তা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি   

২৮ নভেম্বর, ২০২০ ১৫:৩০ | পড়া যাবে ১ মিনিটে



দরিদ্র কন্যার বিয়েতে শুভসংঘের সহায়তা

চট্টগ্রামের সীতাকুণ্ডে আরো এক দরিদ্র কন্যার বিয়েতে আর্থিক সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছে কালের কণ্ঠ শুভসংঘ। শনিবার দুপুরে শুভসংঘ নেতৃবৃন্দ এই সহযোগিতা মেয়ের বাবার হাতে তুলে দেন।

জানা যায়, সীতাকুণ্ড পৌরসদরের লন্ড্রীর ক্ষুদ্র দোকানী শ্যামল দাসের মেয়ের বিয়ে ৩০ নভেম্বর। কিন্তু আর্থিক অনটনে বিয়ের কেনাকাটাসহ আনুষাঙ্গিক প্রস্তুতি নিতে পারছেন না তিনি। সম্প্রতি এ কথা তিনি জানান, কালের কণ্ঠ শুভসংঘের সীতাকুণ্ড উপজেলা শাখার সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ বেলাল হোসেনকে। তিনি শুভসংঘের সমন্বয়কারী সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সাথে আলোচনা সাপেক্ষে বিয়েতে উপহার হিসেবে আর্থিক অনুদান (আট হাজার টাকা) প্রদান করেন।

এ সময় শুভসংঘ সীতাকুণ্ড শাখার সমন্বয়কারী কালের কণ্ঠ প্রতিনিধি সৌমিত্র চক্রবর্তী, সংগঠনের সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজাদী প্রতিনিধি লিটন কুমার চৌধুরী।

মন্তব্য



সাতদিনের সেরা