kalerkantho

মঙ্গলবার । ১২ মাঘ ১৪২৭। ২৬ জানুয়ারি ২০২১। ১২ জমাদিউস সানি ১৪৪২

দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক   

২৮ নভেম্বর, ২০২০ ১০:৫৫ | পড়া যাবে ১ মিনিটেদুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

প্রতীকী ছবি।

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত শিক্ষকের নাম মো. বাকী বিল্লাহ মানিক (৩৫)। উপজেলার সহনাটী ইউনিয়নের করফুলেন্নেসা মাদরাসায় তিনি শিক্ষকতা করেন। তিনি সহনাটী ইউনিয়নের মানিকরাজ গ্রামের আজিম উদ্দিন মাস্টারের পালিত ছেলে।

ভিকটিম ও পুলিশ সূত্র জানায়, ওই মাদরাসার দুই শিশুকে শিক্ষক মো. বাকী বিল্লাহ মানিক প্রায় এক সপ্তাহ ধরে পালাক্রমে যৌন নিপীড়ন করে আসছিলেন। নিপীড়নের শিকার শিশুদের বয়স ৮ ও ৯ বছর। এ ঘটনায় গৌরীপুর থানায় মামলা হয়েছে।

গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাকী বিল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতনের শিকার দুই শিশুকে উদ্ধার করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা