নানা উদ্যোগ নিয়েও কক্সবাজারের সমুদ্রসৈকতে আসা পর্যটকদের শারীরিক দূরত্ব বজায় রাখা কিংবা মাস্ক ব্যবহার নিশ্চিত করা যাচ্ছে না। প্রশাসনের লোকজন বলছেন, একটা সময় পর্যন্ত পর্যটকরা স্বাস্থ্যবিধি মেনে চলে। কিন্তু সৈকতে পা রাখা মাত্রই তারা সব স্বাস্থ্যবিধি ভুলে যায়।
তবে পর্যটকরা বলছে ভিন্ন কথা। তারা বলছে, ঘরের বন্দিদশা থেকে একটু মুক্ত হাওয়া নিতে এসেও তাদের নিষ্কৃতি মিলছে না।
জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, ‘দেশের নানা প্রান্তের লোকজন অনেক কষ্ট করেই সাগর পারে ভ্রমণে আসে। তাই অত্যন্ত বিনয়ের সঙ্গে তাদের মাস্ক পরার বিষয়ে বোঝানো হয়। কিন্তু অবস্থাটা এমন হয়ে গেছে যে কার কথা কে শোনে।’ জেলা প্রশাসক জানান, গত সপ্তাহে ভ্রাম্যমাণ আদালতে ১৪ পর্যটককে জরিমানা করা হয়েছে। কিন্তু পরিস্থিতি পাল্টায়নি।
কক্সবাজার পুলিশ সুপার (পর্যটন) মো. জিল্লুর রহমান বলেন, ‘সৈকতে পুলিশের সদস্যরা মাইকিং করে চলেছে পর্যটকদের মাস্ক ব্যবহারের জন্য। এ ছাড়া সৈকতের প্রবেশপথেও মাস্ক নিতে পুলিশ সদস্যরা পর্যটকদের তাগিদ দিয়ে থাকেন।’
মন্তব্য