kalerkantho

সোমবার। ৪ মাঘ ১৪২৭। ১৮ জানুয়ারি ২০২১। ৪ জমাদিউস সানি ১৪৪২

৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কক্সবাজার জেলা আ. লীগের শ্রদ্ধা

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার   

২৭ নভেম্বর, ২০২০ ২৩:০৭ | পড়া যাবে ২ মিনিটে৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কক্সবাজার জেলা আ. লীগের শ্রদ্ধা

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে ধর্ম বিষয়ক সম্পাদক হিসাবে সদ্য মনোনীত কক্সবাজার জেলা আওয়ামী লীগের বিদায়ী সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা আজ শুক্রবার বিকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফার সঙ্গে এসময় কক্সবাজার জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দও ছিলেন।

নেতৃবৃন্দ এ সময় এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন। পরে ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, কক্সবাজারের মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, সাবেক সাংসদ আবদুর রহমান বদি, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল ও অ্যাডভোকেট রনজিত দাশ, সাংগঠনিক সম্পাদক মাসেদুল হক রাশেদ, মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া, কক্সবাজার পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জল কর, জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহ সভাপতি সুপ্ত ভুষণ বড়ুয়া, মহেশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান শরীফ বাদশা, আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন জিয়া ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তামিম প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা