kalerkantho

শনিবার । ৯ মাঘ ১৪২৭। ২৩ জানুয়ারি ২০২১। ৯ জমাদিউস সানি ১৪৪২

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ২ ছাত্রলীগ নেতা নিহত

ব্রাহ্মণপাড়া-বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি   

২৭ নভেম্বর, ২০২০ ১৮:২৩ | পড়া যাবে ১ মিনিটেকুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ২ ছাত্রলীগ নেতা নিহত

নিহত বঙ্গভাই সজল ও সোহাগ

কুমিল্লার কাভার্ডভ্যান চাপায় বঙ্গভাই সজল ও সোহাগ নামে ছাত্রলীগের দুই নেতা নিহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কাজিয়াতলী এলাকার নাজিম উদ্দিনের ছেলে নাজমুল হক সজল (২৬)। তিনি এলাকার বঙ্গভাই সজল হিসেবে পরিচিত। অপরজন বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর গ্রামের আমির হোসেনের ছেলে সাইফুর রহমান সোহাজ (২৭)। উভয়ই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রলীগ নেতা ছিলেন। এ ঘটনায় আহত হন কুমিল্লা সদর উপজেলার নিশ্চিতপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে শান্ত (২৭)। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে ওই তিন যুবক ময়নামতি সেনানিবাস এলাকা থেকে চান্দিনা যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের কালাকচুয়া এলাকায় পৌঁছলে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দুজন নিহত হন। 

হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং থানার ওসি সাফায়েত হোসেন জানান, দুর্ঘটনার পরপর ঘটনাস্থলে হতহত কাউকে পাওয়া যায়নি। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক পালিয়ে যান। আমরা ঘাতক কাভার্ডভ্যানটি আটক করেছি।

মন্তব্যসাতদিনের সেরা