kalerkantho

সোমবার। ৪ মাঘ ১৪২৭। ১৮ জানুয়ারি ২০২১। ৪ জমাদিউস সানি ১৪৪২

২ ঘণ্টার ব্যবধানে ২ শিশুর মৃত্যু

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি   

২৭ নভেম্বর, ২০২০ ১৬:৫৫ | পড়া যাবে ২ মিনিটে২ ঘণ্টার ব্যবধানে ২ শিশুর মৃত্যু

মাত্র দুই ঘণ্টার ব্যবধানে শুক্রবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।  উভয় শিশু খেলা করতে গিয়ে নিখোঁজ হয় এর পর নিজ নিজ বাড়ির পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকগণ তাদের মৃত ঘোষণা করেন। শিশুদ্বয়ের মৃত্যুর বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক ডা আরিফ হোসেন।

নিহত শিশুদের পারিবারিক সূত্র জানা যায়, উপজেলার ৫নম্বর সদর ইউনিয়নের সুবিদপুর গ্রামের মো. সেলিম মিয়ার শিশু পুত্র শাখাওয়াত (২) সকাল ১০টার দিকে খেলতে গিয়ে নিখোঁজ হয়। এর পরেই সবাই খোঁজতে গিয়ে বাড়ির পুকুরে শিশুটিকে পানিতে ভাসতে দেখে। এর পরেই শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরিদকে বেলা ১২টার দিকে উপজেলার বাকিলা ইউনিয়নের খলাপাড়া খাঁন বাড়ির আবুল কালাম খাঁর ছেলে ফয়সাল (৪) খেলা করতে গিয়ে নিখোঁজ হয়। বেলা প্রায় ১টার দিকে শিশুটিকে বাড়ির লোকজন বাড়ির পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আরিফ হোসেন জানান, হাসপাতালে আসার অনেক আগেই শিশুদের মৃত্যু হয়েছে। 

হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন রনি কালের কণ্ঠকে জানান, আমরা ঘটনাস্থল সমূহে লোক পাঠিয়েছি। খোঁজ খবর নেওয়া হচ্ছে।

মন্তব্যসাতদিনের সেরা