আব্দুল্লাহ আল কায়েস
সিরাজগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েসকে নাশকতা ও সরকারি কাজে বাধা প্রদানসহ ১৭টি মামলায় গ্রেপ্তার করেছে কামারখন্দ থানা পুলিশ। শুক্রবার ভোর রাতে কামারখন্দ থানার উপপরিদর্শক সাইফুল ইসলামের নেতৃত্বে কামারখন্দ থানা পুলিশের একটি বিশেষ দল ঢাকার মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার হওয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েসের নামে ১৭টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে ঢাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য