kalerkantho

মঙ্গলবার । ১২ মাঘ ১৪২৭। ২৬ জানুয়ারি ২০২১। ১২ জমাদিউস সানি ১৪৪২

চরমোনাইয়ে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল শুরু

বরিশাল অফিস   

২৭ নভেম্বর, ২০২০ ১৫:৫৩ | পড়া যাবে ২ মিনিটেচরমোনাইয়ে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল শুরু

ফাইল ছবি

আজ শুক্রবার বাদ জুমা উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী বরিশালের চরমোনাই দরবার শরীফের বার্ষিক (অগ্রাহায়ণ) ওয়াজ মাহফিল শুরু হয়েছে। মাহফিলের শুভ সূচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। আগামী সোমবার সকাল ৮টায় পীর সাহেব চরমোনাই আখেরি মোনাজাতের মাধ্যমে তিন দিনের বার্ষিক মাহফিল শেষ হবে।

মাফিলে আগত মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষার জন্য স্বাস্থ্যবিধিসহ সব ধরনের সুব্যবস্থা রাখা হয়েছে মাহফিলের মাঠগুলোতে। 
আয়োজক কমিটি সূত্র জানায়, ইতিমধ্যে মাহফিলের প্যান্ডেল নির্মাণসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 

অসুস্থদের চিকিৎসাসেবার জন্য ৫০ শয্যার অস্থায়ী হাসপাতালে দুজন এমবিবিএস ডাক্তার এবং শতাধিক মুজাহিদকে দায়িত্ব দেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় স্থানীয়ভাবে পাঁচ শতাধিক মুজাহিদ ছাড়াও র‌্যাব-পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা সর্বোচ্চ সতর্ক রয়েছেন।

চরমোনাই ইউপি চেয়ারম্যান সৈয়দ ইছহাক মুহাম্মদ আবুল খায়ের জানান, তেমন কোনো প্রচার-প্রচারণা না থাকলেও চরমোনাই মাদরাসা মাঠের তিন-চতুর্থাংশ আজ বিকেলের মধ্যে মুসল্লিতে পরিপূর্ণ হয়েছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি রক্ষায় বিনা মূল্যে বিতরণের জন্য এক লাখ মাস্ক রাখা হয়েছে। বিভিন্ন স্থানে হ্যান্ডস্যানিটাইজার এবং হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়েছে। 

মাহফিলে পীর সাহেব ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, সৈয়দ ইছহাক মুহাম্মদ আবুল খায়ের, মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীসহ দেশের খ্যাতনামা ওলামায়ে কেরামগণ গুরুত্বপূর্ণ বয়ান করবেন।

মন্তব্যসাতদিনের সেরা