kalerkantho

মঙ্গলবার । ১২ মাঘ ১৪২৭। ২৬ জানুয়ারি ২০২১। ১২ জমাদিউস সানি ১৪৪২

জাতির পিতার সমাধিতে ধর্ম প্রতিমন্ত্রী ও নবনির্বাচিত এমপির শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি   

২৬ নভেম্বর, ২০২০ ১৭:১৭ | পড়া যাবে ১ মিনিটেজাতির পিতার সমাধিতে ধর্ম প্রতিমন্ত্রী ও নবনির্বাচিত এমপির শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান ও ঢাকা-১৮ আসানের নবনির্বাচিত সংসদ সদস্য মো. হাবিব হাসান। 

আজ বৃহস্পতিবার দুপুরে তারা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে তারা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। 

এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত পুলিশ সুপারমো ছানোয়ার হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুল ইসলাম মিজুসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে ধর্ম প্রতিমন্ত্রী সাবেক ধর্ম প্রতিমন্ত্রী প্রয়াত শেখ মোহাম্মদ আব্দুল্লাহর কবর জিয়ারত করেন। 

মন্তব্যসাতদিনের সেরা