নিয়োগবিধি সংশোধনসহ চার দফা দাবিতে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কর্মচারিরা ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মবিরতি পালন করেন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত কর্মবিরতি চলা অবস্থায় উপজেলার স্বাস্থ্যসহকারীরা হাসপাতাল চত্বরেই অবস্থান নেন। এ সময় তারা তাদের দাবিগুলো তুলে ধরে বক্তব্য রাখেন। দাবিগুলো হলো- নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬তম থেকে যথাক্রমে ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নীত করণ। অচিরেই দাবিগুলো পূরণ না করলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
মন্তব্য