kalerkantho

শনিবার । ৯ মাঘ ১৪২৭। ২৩ জানুয়ারি ২০২১। ৯ জমাদিউস সানি ১৪৪২

সাংসদ বাবেলকে শুভসংঘের সম্মাননা উপহার

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

২৫ নভেম্বর, ২০২০ ২২:১৩ | পড়া যাবে ১ মিনিটেসাংসদ বাবেলকে শুভসংঘের সম্মাননা উপহার

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলকে কালের কণ্ঠ শুভসংঘ উপজেলা শাখার পক্ষ থেকে সম্মাননা স্মারক উপহার দেওয়া হয়েছে। শুভসংঘের বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে সহযোগিতা করায় পৃষ্ঠপোষক হিসেবে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

মঙ্গলবার রাতে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা শুভসংঘের সভাপতি আব্দুল হামিদ বাচ্চু সম্মাননা স্মারক এমপি বাবেলের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, উপজেলা শুভসংঘের সভাপতি আব্দুল হামিদ বাচ্চু, কোষাধ্যক্ষ শ্রী অনীল রায়, শুভসংঘের বন্ধু বুলবুল হোসেন কালু, মেহেদী হাসান বাবুল প্রমুখ।

উপজেলা শুভসংঘের সভাপতি আব্দুল হামিদ বাচ্চু বলেন, মহামারী করোনাকালে সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল ব্যক্তিগত তহবিল থেকে শুভসংঘের ব্যানারে অসহায় পত্রিকার হকারদের খাদ্য সামগ্রী বিতরণসহ শুভসংঘের বিভিন্ন মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডে সহযোগিতা করেন। তাই উপজেলা শুভসংঘের পক্ষ থেকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।
  

মন্তব্যসাতদিনের সেরা