গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা ভিক্ষুকমুক্ত করতে কাজ করছে উপজেলা সমাজসেবা দপ্তর। আজও সরকারিভাবে দুজন ভিক্ষুককে অটোভ্যান দিয়েছে সমাজবেসা।
জানা গেছে, কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিসের উদ্যেগে উপজেলার দোলা গ্রামের মো. লুৎফর সেখ এবং কলসী ফুকরা গ্রামের মো. হেকমত সরদারকে ভিক্ষাবৃত্তি বন্ধ করতে একটি করে অটোভ্যান দেওয়া হয়। আনুষ্ঠানিকভাবে তাদের হাতে চাবি দেন উপজেলা নির্বাহী অফিসার রথীন্দ্র নাথ রায় ও উপজেলা সমাজ সেবা অফিসার এম এম ওয়াহিদুজ্জামান।
অটোভ্যান পেয়ে লুৎফর ও হেকমত জানান, ভিক্ষা কোনো পেশা না। এটি বাধ্য হয়ে করতে হয়। এখন থেকে আর ভিক্ষা করবো না। কর্ম করে খেতে চাই।
মন্তব্য