kalerkantho

বৃহস্পতিবার । ১৪ মাঘ ১৪২৭। ২৮ জানুয়ারি ২০২১। ১৪ জমাদিউস সানি ১৪৪২

গফরগাঁওয়ে পৌর নির্বাচনে মেয়র সুমনকে দলীয় সমর্থন

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

২৪ নভেম্বর, ২০২০ ২২:১৩ | পড়া যাবে ২ মিনিটে



গফরগাঁওয়ে পৌর নির্বাচনে মেয়র সুমনকে দলীয় সমর্থন

ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা ও পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় বর্তমান পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমনকে আগামী পৌরসভা নির্বাচনেও দলীয় প্রার্থী হিসাবে সমর্থন দিয়েছেন নেতৃবৃন্দ।

আজ মঙ্গলবার সন্ধ্যায় মধ্যবাজারস্থ্য দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির দুটি পৃথক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ফাহমী গোলন্দাজ বাবেল। দুটি সভাতেই সর্ব সম্মতিক্রমে আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে বর্তমান মেয়র এসএম ইকবাল হোসেন সমনকে সমর্থন জানানো হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের একমাত্র যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম মানিক, সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবুল, আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, নাজমুল হক ঢালীসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, এসএম ইকবাল হোসেন সুমন গত পৌর নির্বাচনে দলীয় মনোনয়নে মেয়র নির্বাচিত হয়ে পৌরসভার ব্যাপক উন্নয়ন করেছেন। বিশেষভাবে মহামারী করোনার প্রাদুর্ভাবের সময় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। নিরন্তর সেবা করে তিনি সব শ্রেণির মানুষের মন জয় করেছেন। দলমত নির্বিশেষে সব স্তরের মানুষ এসএম ইকবাল হোসেন সুমনকে পুনরায় মেয়র হিসাবে চায়। তাই দলের প্রতিটি নেতাকর্মী তাকে সমর্থন দিয়েছেন।

মন্তব্য



সাতদিনের সেরা