পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, নদীতীর কিংবা বাঁধ সংরক্ষণ বা নির্মাণে ৫-১০ বছরের জন্য নয়, স্থায়ী এবং টেকসই ৫০ বছরের প্রকল্প গ্রহণ করছে সরকার। শুধু তাই নয়, বর্ষা শুরুর আগেই এধরনের উন্নয়নমূলক কাজ শেষ করা হবে।
মঙ্গলবার দুপুরে চাঁদপুর শহরের পুরানবাজার হরিসভা এলাকার ভাঙনকবলিত স্থান পরিদর্শনে এসে পানিসম্পদ উপমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরো বলেন, চাঁদপুর শহরে মেঘনাপাড়ের সাড়ে তিন কিলোমিটার নদীতীর সংরক্ষণে ৪২০ কোটির যে প্রকল্প নেওয়া হয়েছে তা আগামী বর্ষার আগেই সম্পন্ন করা হবে। তিনি আরো বলেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে সঙ্গে নিয়ে চাঁদপুর এবং শরীয়তপুরের জীবনমান উন্নয়নে এক সঙ্গে কাজ করতে চাই। কারণ, নদীর দুইপাড়ের মানুষের যে বন্ধন তা অনেক পুরনো।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, পদ্ম সেতু, কর্ণফুলী ট্যানেল নির্মাণের পর সরকার তার মেয়াদ শেষের আগেই চাঁদপুর-শরীয়তপুর ট্যানেল নির্মাণে উদ্যোগ নেবে। যাতে যানবাহনের পাশাপাশি ট্রেন চলাচলের ব্যবস্থাও থাকবে। এর সম্ভাব্যতা যাচাইয়ে এর মধ্যে সমীক্ষা শুরু হয়েছে বলেও জানান তিনি।
পানিসম্পদ উপমন্ত্রীর সঙ্গে চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের পূর্বাঞ্চলীয় প্রধান প্রকৌশলী জহিরউদ্দিন আহমেদ, চাঁদপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম. নির্বাহী প্রকৌশলীসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য