kalerkantho

মঙ্গলবার । ১২ মাঘ ১৪২৭। ২৬ জানুয়ারি ২০২১। ১২ জমাদিউস সানি ১৪৪২

অবশেষে ফুলপুর উপজেলা হাসপাতালে চালু হলো ওটি

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি   

২৩ নভেম্বর, ২০২০ ১৮:৫৬ | পড়া যাবে ১ মিনিটেঅবশেষে ফুলপুর উপজেলা হাসপাতালে চালু হলো ওটি

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ৫০ শয্যার হাসপাতালে প্রথম বারের মতো অপারেশন থিয়োটার (ওটি) চালু করা হয়েছে। আজ সোমবার দুপুরে একজন প্রসূতির অস্ত্রোপচারের মাধ্যমে ওটি চালু হয়।

জানা জায়, প্রায় ৭ লাখ মানুষের স্বাস্থ্যসেবা চলে এ হাসপাতালে। পাশাপাশি উপজেলার হালুয়াঘাট, ধোবাউড়া, নকলা, তারাকান্দাসহ বিভিন্ন উপজেলা হতে স্বাস্থ্যসেবা নিতে আসেন হাসপাতালে।

জানা যায়, হাসপাতালে জরুরি বিভাগ, বহির্বিভাগসহ বিশেষজ্ঞ চিকিৎসক ও অপারেশন থিয়েটার থাকলেও বিভিন্ন সমস্যার কারণে তা বন্ধ ছিল। আজ দুপুরে তারাকান্দা উপজেলার সাবিনা ইয়াসমিন নামের গর্ভবতী এক নারীর ওই ওটিতে সিজারিয়ানের মাধ্যমে পুত্রসন্তানের জন্ম হয়।

মন্তব্যসাতদিনের সেরা