সুরেস্বর বাজারে আগুনে পুড়ে গেছে ১৬টি দোকান ও ৪টি বাড়ি। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে শরীয়তপুর নড়িয়া উপজেলার ঘরিসার ইউনিয়ন সুরেস্বর বাজারে এ ঘটনা ঘটে এবং মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বাড়তে থাকলে স্থানীয় জনতা ও নদীর পাড়ে থাকা জাহাঙ্গীর বেপারীর পানির পাম্প ও বেড়িবাঁধের লোকজনের ১ ঘণ্টার প্রচেষ্টার আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ধারণা, কাসেমের বাবুর্চির তেল ও গ্যাসের দোকানের সামনে থেকে আগুনের সূত্রপাত।
মন্তব্য