kalerkantho

শুক্রবার। ১৯ অগ্রহায়ণ ১৪২৭। ৪ ডিসেম্বর ২০২০। ১৮ রবিউস সানি ১৪৪২

নিখোঁজের দুদিন পর নদীতে ভাসল স্কুলছাত্রীর লাশ

ঠাকুরগাঁও প্রতিনিধি   

২২ নভেম্বর, ২০২০ ২০:৫৮ | পড়া যাবে ১ মিনিটেনিখোঁজের দুদিন পর নদীতে ভাসল স্কুলছাত্রীর লাশ

সপ্না দাস

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পরদেশী পাড়ায় নিখোঁজের দুদিন পর সপ্না দাস নামের এক স্কুলছাত্রীর মরদেহ তীরনই নদী থেকে উদ্ধার করেছে এলাকাবাসী। সপ্না মধুপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। রবিবার সকালে বাড়ির পাশে তীরনই নদীতে তার মরদেহ ভেসে ওঠে।

পরিবারের বরাত দিয়ে চাড়োল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জি জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাড়ির পাশে টয়লেটে যায় সপ্না। এরপর আর সে ঘরে ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান মেলেনি। রবিবার সকালে বাড়ি পাশে তীরনই নদীতে মৃতদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।

পরে স্থানীয়রা বালিয়াডাঙ্গী থানায় খবর দিলে দুপুরে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।

বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুর হক প্রধান জানান, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি ইউডি মামলা করা হয়েছে। তদন্তে পুলিশের একাধিক টিম কাজ করছে। 

মন্তব্যসাতদিনের সেরা