kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

শাশুড়ির সঙ্গে ঝগড়ার পর গৃহবধূর 'রহস্যজনক' মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি   

২২ নভেম্বর, ২০২০ ১৯:৪২ | পড়া যাবে ২ মিনিটেশাশুড়ির সঙ্গে ঝগড়ার পর গৃহবধূর 'রহস্যজনক' মৃত্যু

নিহত সাহেরা খাতুন

ঢাকার কেরানীগঞ্জে শাশুড়ির সঙ্গে ঝগড়া করে সাহেরা খাতুন (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা অভিযোগ পাওয়া গেছে। তবে নিহতের পরিবার দাবি, তাকে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কেরানীগঞ্জ মডেল থানার পশ্চিম মাদারীপুর গ্রামে।

নিহতের বাবা মো. আলী বলেন, আজ সকালে আমার পাশের বাড়ির এক লোক মারফত জানতে পারি যে, আমার মেয়ে সাহেরা আত্মহত্যা করেছে। এ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা খোলা আর আমার মেয়ে লাশ ফ্যানের সাথে ঝুলতেছে। পা পড়ে আছে খাটের নীচে। আমি এটা কখোনোই মানি না। আমার মেয়ে আত্মহত্যা করার মতো না। ওকে তার শাশুড়ি পরিকল্পিতভাবে হত্যা করেছে।

নিহতের স্বামী বলেন, কালিন্দী ইউনিয়নের খাগাইল মসজিদে তিনি তাবলীগ জামাতে ছিলেন। সাহেরার সাথে তার শেষ কথা হয় শনিরাব রাত ১১ টায়।

কেরানীগঞ্জ মডেল থানার এসআই শ্যামল কুমার নন্দী জানায়, আজ সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলানো অবস্থায় সাহারার লাশ উদ্ধার করি। সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মন্তব্যসাতদিনের সেরা