kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

ময়মনসিংহে সিটি করপোরেশনের উদ্যোগে

৩৩ ওয়ার্ডে একই সময়ে করোনা প্রতিরোধে মাস্ক ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

২২ নভেম্বর, ২০২০ ১৯:৩০ | পড়া যাবে ১ মিনিটে৩৩ ওয়ার্ডে একই সময়ে করোনা প্রতিরোধে মাস্ক ক্যাম্পেইন

ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে আজ সকাল সাড়ে ১১টায় একই সময়ে নগরীর ৩৩টি ওয়ার্ডে মাস্ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। নগরীর টাউন হল মোড়ে এ কর্মসূচির উদ্বোধন হয়। কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু।

এ সময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমুখ। মেয়র ইকরামুল হক টিটুসহ অন্যান্য অতিথিরা এ সময় পথচারী ও যানবাহনচালক এবং যাত্রীদের মাস্ক পরিয়ে দেন।

মেয়র টিটু বলেন, করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জনগণের মধ্যে শতভাগ মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাস্ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এমন কর্মসূচি অব্যাহত থাকবে। 

মন্তব্যসাতদিনের সেরা