kalerkantho

সোমবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৭। ৩০ নভেম্বর ২০২০। ১৪ রবিউস সানি ১৪৪২

রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় যুবক নিহত

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   

৩১ অক্টোবর, ২০২০ ২০:৫৪ | পড়া যাবে ১ মিনিটেরাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় যুবক নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় ফরিদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার  সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন পিডিকে পাম্পের সামনে যুবকটি রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকসহ বাসটি আটক করে। 

নিহত ওই যুবক ময়মনসিংহের হালুয়াঘাটের কৈচাপুরের বাসিন্দা। সিদ্ধিরগঞ্জে সানাড়পার লন্ডন মার্কেট এলাকায় তিনি ভাড়া বাসায় থাকতেন।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক মনির হোসেন জানান, রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী দ্রুত গতির সেন্টমার্টিন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় ওই যুবকের মৃত্যু হয়। ঘটনাস্থলে গিয়ে বাসের যাত্রীদের উদ্ধার করা হয়। তবে যাত্রীদের কারো কোনো ক্ষতি হয়নি।

মন্তব্যসাতদিনের সেরা