kalerkantho

বৃহস্পতিবার । ১৮ অগ্রহায়ণ ১৪২৭। ৩ ডিসেম্বর ২০২০। ১৭ রবিউস সানি ১৪৪২

বিশ্ববিদ্যালয়ে ঘুরতে গিয়ে ট্রেনের ধাক্কায় মা-ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

৩১ অক্টোবর, ২০২০ ১৮:১৮ | পড়া যাবে ২ মিনিটেবিশ্ববিদ্যালয়ে ঘুরতে গিয়ে ট্রেনের ধাক্কায় মা-ছেলের মৃত্যু

ছবি : সংগৃহীত

ময়মনসিংহ নগরীর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় ট্রেনে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরেক মেয়ে। শনিবার দুপুর একটার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) হাই স্কুলের বিপরীত পাশে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- ইয়াসমিন আক্তার (২৮) ও তার ছেলে সানি (০৩)। আহত হয়েছে নিহত ইয়াসমিনের সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়ে সুপ্তি (১৩)। হতাহতরা ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দাপুনিয়া এলাকার কলাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী-সন্তান। সুপ্তিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রেলওয়ে পুলিশ ও নিহতের পরিবার জানায়, শনিবার সকালে ইয়াসমিন আক্তার তার দুই ছেলে মেয়েকে নিয়ে নগরীর কেওয়াটখালি এলাকায় মামার বাড়িতে বেড়াতে আসেন। সেখান থেকে দুপুরে তারা কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরতে বের হয়। বিশ্ববিদ্যালয় এলাকার কেবি হাই স্কুলের বিপরীতে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের লেভেল ক্রসিংটি পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া এক্সপ্রেস ট্রেনটি তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। 

স্থানীয়রা বেঁচে যাওয়া মেয়ে সুপ্তিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে স্বজনরা জানায়। 

ময়মনসিংহ রেলওয়ে থানার এসআই হাফিজুর রহমান জানান, মরদেহ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিষয়টি দুর্ঘটনা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্যসাতদিনের সেরা