kalerkantho

সোমবার । ৮ অগ্রহায়ণ ১৪২৭। ২৩ নভেম্বর ২০২০। ৭ রবিউস সানি ১৪৪২

নানা বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে প্রাণ গেল নাতির

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি   

৩০ অক্টোবর, ২০২০ ২০:১২ | পড়া যাবে ১ মিনিটেনানা বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে প্রাণ গেল নাতির

প্রতীকী ছবি

কুমিল্লার মনোহরগঞ্জে নানা বাড়ি বেড়াতে এসে মায়াজ (৪) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। উপজেলার খিলা ইউনিয়নের লৎসর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই শিশু একই উপজেলার মরিচা গ্রামের মাওলানা মো. মাহমুদল হাসানের ছেলে।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) সকালে জানাজা শেষে ওই শিশুর মরদেহ নানা বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহত শিশু মায়াজের নানা মো. মেজবাহুল করিম জানান, আগেরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় মায়ের সঙ্গে সে বেড়াতে আসে। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে পরিবারের লোকজনের অজান্তে সে ঘর থেকে বেরিয়ে যায়। হঠাৎ তাকে ঘরে না দেখে খোঁজাখুঁজি শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর একপর্যায়ে বাড়ির সামনে পুকুরে তাকে পাওয়া যায়। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে তাৎক্ষণিক মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনোহররগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা শিশুটির মৃত্যুর বিষয় নিশ্চিত করেন। এ রকম দুর্ঘটনা থেকে রক্ষা পেতে তিনি সকলকে অত্যন্ত সতর্কতা অবলম্বনসহ শিশুদের প্রতি নজর রাখার থাকার পরামর্শ দেন।

মন্তব্যসাতদিনের সেরা