kalerkantho

শনিবার। ২০ অগ্রহায়ণ ১৪২৭। ৫ ডিসেম্বর ২০২০। ১৯ রবিউস সানি ১৪৪২

কমলগঞ্জে মধু চাষিদের কথা শুনলেন বিভাগীয় কমিশনার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি   

৩০ অক্টোবর, ২০২০ ১৬:২৩ | পড়া যাবে ২ মিনিটেকমলগঞ্জে মধু চাষিদের কথা শুনলেন বিভাগীয় কমিশনার

মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের ৩০টি গ্রামের ৪ শতাধিক চাষি মধু চাষের সাথে জড়িত। এতে বছরে এক কোটি টাকা আয় করলেও চাষিরা সরকারের নানা সুবিধা থেকে বঞ্চিত। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রত্যন্ত অঞ্চল আদমপুরের কোনাগাঁও গ্রামে সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানের সাথে এক মতবিনিময় সভায় চাষিরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। তারা দাবি জানান বিসিক হতে সহজ শর্তে ঋণ প্রদান ও মধু বিপণনের সুযোগ সুবিধা বৃদ্ধি করার।

বৃহস্পতিবার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদাল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা মধু চাষি সমিতির সভাপতি আলতাফ মাহমুদের পরিচালনায় কমলগঞ্জ উপজেলা মধু চাষি ও সনাতন পদ্ধতিতে বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরিকৃত উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি।

উপজেলা প্রশাসন ও মধু চাষি উদ্যোক্তা পরিষদ আয়োজিত মধু চাষিদের মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক। বক্তব্য রাখেন মধু চাষি উন্নয়ন পরিষদের উপদেষ্টা আহমদ সিরাজ, আওয়ামী লীগ নেতা সিদ্দেক আলী,
চাষি আজাদ মিয়া, কালাম মিয়া, প্রণীত রঞ্জন দেব নাথ, খালেদ আহমদ প্রমুখ।

চাষিদের বক্তব্য শুনে বিভাগীয় কমিশনার মশিউর রহমান আশ্বস্ত করে বলেন, সরকার চাষিদের ঋণসহ নানা সুযোগ সুবিধার বৃদ্ধি করেছে। মধু চাষিদের সমস্যা সমাধানে চেষ্টা করবেন। এ সময় তিনি মধুর বক্স প্রদানের ঘোষণা দেন। পরে চাষিদের মধু আহরণের পদ্ধতিতে সরেজমিনে দেখেন তিনি। মতবিনিয়ম সভায় প্রায় দুই শতাধিক চাষি উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা